অপূর্ব-মেহজাবিনের ‘আস্থা’
বিনোদন ডেস্ক : মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ টেলিছবিতে অভিনয় করে জুটি হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অপূর্ব ও মেহজাবিন। ঈদে প্রচার হওয়া এই টেলিছবিটির ইউটিউব ভিউয়ার্স এরই মধ্যে আশি লাখ ছাড়িয়েছে। নতুন খবর হলো এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে একটি নাটকে। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘আস্থা’ নামের নাটকটি নির্মাণ করেছেন আরিয়ান। গতকাল উত্তরায় এর দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। নাটকের গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘আগের দিনের প্রেম, ভালোবাসার ভিত অনেক শক্ত ছিল এবং এই সময়ের প্রেম-ভালোবাসার ভিত যে আগের মতো শক্ত নয়, বেশ খানিকটা দুর্বল এই দুটো বিষয়ের মধ্যে গল্পে একটা সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে।’ নাটকে রিয়াদ চরিত্রে অপূর্ব ও মিম চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। এ ছাড়া নাটকটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদ, ইশানা ও আইরিন আফরোজকে।অপূর্ব বলেন, ‘আরিয়ানের নির্দেশনায় বেশ কয়েক বছর ধরেই নিয়মিত কাজ করছি। এটা যে আসলে ‘বড় ছেলে’র সাফল্যের জন্যই আবার মেহজাবিনের সঙ্গে অভিনয় করা, তেমনটি নয়। স্বাভাবিকভাবেই আরিয়ানের নির্দেশনায় মেহজাবিনের সঙ্গে কাজ করছি। হ্যাঁ, এটা সত্য যে ‘বড় ছেলে’র সাফল্যের পর দর্শক আমাদের অভিনীত নতুন নাটক-টেলিছবি দেখতে চাচ্ছেন।’ মেহজাবিন বলেন, ‘এই নাটকের গল্প ভাবনায় নতুনত্ব আছে। সব সময়ের মতোই আমি বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আশা করি গল্প ও আমাদের অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ আগামী বছরের ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।